Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় বাল্যবিয়ে, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিবেদক
Nazmul
আগস্ট ৬, ২০২০ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

পাকুন্দিয়ায় উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের মা শামছুন্নাহারকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় ,বুধবার দুপুরে উপজেলার আগরপাট্টা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর সাথে একই উপজেলার সাটিয়াদী গ্রামের কালাম মিয়ার ছেলে বিদেশ ফেরত আশরাফুল ইসলামের বাল্যবিয়ের আয়োজন করা হয়।

সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় জানতে পারেন বাল্যবিয়ে সম্পন্ন হয়ে গেছে। পরে কনের মা শামছুন্নাহারকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান কনের মা।