কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের সংগঠনটির নিজ কার্যালয়ে এ আলোচনাসভা, টি-শার্ট, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
দেশের বার্তা টুয়েন্টিফোর ডট কমের প্রধান উপদেষ্টা এস.এম মিজানুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ননীড় একাডেমির পরিচালক জহিরুল ইসলাম হিমেল।
এ সময় উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান।

ব্লাড গ্রুফ নির্ণয়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির ধর্মীয় আলোচক মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ, দেশের বার্তা টুয়েন্টিফোর ডট কমের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ই.এ.মো. রাজন মিয়া, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ আবু হানিফ, কার্যকরী সদস্য এস কে রাসেল, হোসাইনিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জুনায়েদুল হক শাহীন, সাধারণ সম্পাদক এনামুল হক, সমাজকল্যান সম্পাদক মো: হুমায়ুন, সমাজসেবক মাসুম রেজাসহ গণ্যমাণ্য লোকজন উপস্থিত ছিলেন।