Pakundia Pratidin
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ৩১, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

পাকুন্দিয়া সদর ঈদগাহে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকায় মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের নিন্দা জানিয়ে এবং ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ধর্মপ্রাণ সর্বসাধারন বিক্ষোভ মিছিল করেছেন।

পাকুন্দিয়া উপজেলা ইমাম ও উলামা পরিষদ ও সর্বস্তরের মুসল্লীর আয়োজনে পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ করে পরবর্তীতে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি শহীদুল্লাহ, মাওলানা সুলাইমান, মাওলানা মুফতি শফিকুল ইসলাম,তারাকান্দি জামিআ হুছাইনিয়ার মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।

এ সময় মিছিলকারীরা ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিক্ষোভ মিছিলে
পাকুন্দিযার ইমাম উলামা ও ধর্মপ্রাণ সর্বসাধারনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।