কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নাবিল কসমেটিকস ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম কাঞ্চন ফ্রান্সের পণ্য বর্জন ঘোষণা করেছে। আজ (রবিবার) পাকুন্দিয়া উপজেলা বাজারস্থ রেজিয়া ফখরুদ্দিন ফাউন্ডেশন মার্কেটের নিচতলয়ার কসমেটিকস ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম কাঞ্চন ফ্রান্সের তৈরিকৃত পণ্য বর্জন করেন। তাঁর পণ্য বর্জনের তথ্যটি সোশাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে।
ইতিমধ্যে অনেকের প্রশংসা ও ধন্যবাদ পেয়েছেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উক্ত ব্যবসায়ীর খালাতো ভাই মুহাম্মদ সাখাওয়াত উল্লাহ। এঈ বিষয়ে কসমেটিক্স ব্যবসায়ী জানান,ফ্রান্সে “মুসলিম জাতির ইতিহাস ঐতিহ্য ও মহানবী (সা.)-কে নিয়ে যে অপমাননা প্রদর্শন করা হয়েছে এর জন্য তার তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বরূপ আমি ফ্রান্সের তৈরিকৃত পণ্য বর্জন করেছি। সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদেরকেও ফ্রান্সের পণ্য বর্জন করার আহবান জানাচ্ছি।”