মো: স্বপন হোসেন
পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের অায়োজনে অাজ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে সহায়তা চেক হস্তান্তর করা হয়।
মাননীয় প্রধামন্ত্রী কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অাওতায় পাকুন্দিয়া উপজেলার ১১৫ জন শিক্ষক-কর্মচারীর মাঝে ৪ লক্ষ ২৯ হাজার ৫ শত টাকার চেক হস্তান্তর করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সাইফুল অালমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন মহিলা অাদর্শ কলেজের সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লা, বুরুদিয়া ইউপি চেয়াম্যান নাজমূল হুদা রুবেল প্রমুখ।