Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
নভেম্বর ১০, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধান প্রতিবেদক : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার আয়োজন করেন পাকুন্দিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ফিতা কেটে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, উপজেলা শিক্ষা অফিসার শিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ডাঃ কামরুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দফতর ও উদ্যোক্তরা অংশগ্রহণ করে। বিকালে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে বলে জানান আয়োজকরা।

পাপ্র/সুআআ