Pakundia Pratidin
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদক
Nazmul
নভেম্বর ১, ২০২০ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও সনদপত্র বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতর।

আব রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল আজিজ আকন্দ।

এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. হারুন-অর-রশীদ জুয়েল, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন যুবক-যুবতীর মাঝে ১৩ লাখ ৭০ হাজার টাকার ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।