Pakundia Pratidin
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
Khat kolom
জানুয়ারি ১৫, ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুুর ইউনিয়নের অাদিত্যপাশা গ্রামে শ্বশুর বাড়িতে রবিবার (১১ জানুয়ারি) সকালে নুরুন্নাহার(২৫) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের বড়বাগ গ্রামের হাছু মিয়ার মেয়ে। নিহতের পিতা হাছু মিয়া জানায়, গত দেড় মাস আগে পাকুন্দিয়া উপজেলার অাদিত্যপাশা গ্রামের খুরশিদ মিয়ার ছেলে বাবুল মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়। আজ ভোর সকালে বাবুলের মামা ফোন করে বলে আমার মেয়ে মারা গেছে। একা আসিতে মেয়েকে দেখার জন্য।

খবর পেয়েই আমরা মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে দেখি ঘরে তার মরদেহ পড়ে আছে। গৃহবধূর চাচা হারিস মিয়া বলেন, এমন মূত্য মেনে নেওয়া যায় না। আমার ধারণা ভাতিজিকে শাসরোদ্ধ করে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এস আই মদন চন্দ্র সাহা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও দুপুরে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো মফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পড় মূত্যর কারণ জানা যাবে