স্টাফ রিপোর্টার : কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিয়ে মহৎ হৃদয়ের পরিচয় ও সততার উৎকৃষ্ট প্রশংসায় প্রশংসিত হচ্ছেন পাকুন্দিয়ার কিশোর আল জাবের ইয়ামিন।
সে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আহসান উল্লাহ নয়নের ২য় ছেলে। ইয়ামিন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এস এস সি পরিক্ষা দিয়েছেন।
মূল ঘটনার বিবরণে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা মসজিদ মার্কেটে বাবার ব্যাবসা প্রতিষ্ঠান ইকরা বুক হাউজের সামনে ঝাড়ু দিতে গিয়ে পলিথিন দেখতে পান, পলিথিনে মোড়ানো ছিল ৩০ হাজার টাকা। পরে নানা মাধ্যমে জানা যায় টাকার মালিক পার্শ্ববর্তী রাসেল বুক হাউজের মালিক রাকিবুল হাসান রাসেল। পরে তার হাতে ইয়ামিন ৩০ হাজার টাকা বুঝিয়ে দেন।
ইয়ামিনের সততায় আশেপাশের সকলেই মুগ্ধ হয়েছেন ও ইয়ামিনের উজ্জল ভবিষৎ কামনা করছেন।
পাপ্র/সুআআ