Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রধান প্রতিবেদক : “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় পাকুন্দিয়া থানা চত্বর থেকে র‌্যালি বের হয়ে পাকুন্দিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয় র‌্যালিটি।

র‌্যালি শেষে পাকুন্দিয়া থানার অডিটোরিয়াম রুমে কমিউনিটি পুলিশিং ডে’ এর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় পাকুন্দিয়া থানার এস আই মিজানুর রহমানের সঞ্চালনায়, পাকুন্দিয়া থানার ওসি ( ভারপ্রাপ্ত) মো, নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, পাকুন্দিয়া উপজেলা পুলিশিং কমিটির সমন্বয় কমিটির সভাপতি কফিল উদ্দিন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ বাবুল আহমেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংবাদিক খন্দকার আসাদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র আসাদ মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ রোধের করনীয় বিষয় নিয়ে মুক্ত মতামত ও আলোচনা করা হয়েছে।

পাপ্র/ সুআআ