Pakundia Pratidin
ঢাকাসোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় কওমী মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Nazmul
ফেব্রুয়ারি ৮, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া উপজেলায় চন্ডিপাশা ইউনিয়নে কোদালিয়া তালিমুন্নিসা কওমী মহিলা মাদ্রাসার ভবন শুভ উদ্বোধন করে। সে উপলক্ষে আজ ৮ ফেব্রুয়ারী আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুলতানপুর দাখিল মাদ্রাসা সহ সুপার মাওলানা মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম, সাওতুল হেরা জামিয়া হোসানিয়া মাদ্রাসার মহা পরিচালক মুফতী খলীলুর রহমান , বিশেষ অতিথি হিসাবে তালিমুল ইসলাম রিসার্চ একাডেমি চেয়ারম্যান মাওলানা মুফতী শাহ্ মকবুল হোসেন ,আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: ইব্রাহিম মাওলানা তাজুল ইসলাম , মাওলানা কাজি ইব্রাহিম , মাওলানা আলকাজ উদ্দিন , হযরত মাওলানা আকরাম হোসাইন ।

এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোয়েব রাসেল ও সাবেক মেম্বার রিপন মিয়া, সাংবাদিক জাহিদ হাসান মুক্তার, তালিমুন্নিসা কওমী মহিলা মাদ্রাসার সভাপতি মোহাম্মদ তৌফিকুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগ। হে আল্লাহ্ তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব” মা যদি আদর্শবান হয় তবে তার সন্তানও আদর্শবান হবে।

বর্তমান সমাজে মেয়েদের সঠিক জ্ঞান আহরণ ছাড়া ব্যাক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনটাই প্রকৃত আদর্শে গড়াসম্ভব নয়। আর এরই ধারাবাহিকতায় মেয়েদের প্রকৃত আদর্শ মানুষ হিসেবে গড়ার জন্য যুগোপযোগী পদক্ষেপের অংশ হিসাবে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শফিকুল ইসলাম (মানিক) এর উদ্যোগে ২০১৭ সালে কোদালিয়ি তালিমুন্নিসা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন ।

চিলাকাড়া সাওতুল হেরা জামিয়া হোসানিয়া মাদ্রাসা মোহতামিম মুফতী যুবায়ের আহমেদ পরিচালনায় অতিথিবৃন্দের আলোচনা শেষে মাদ্রাসার স্থানান্তর ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।