Pakundia Pratidin
ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ বাক্য পাঠ

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

প্রতি সপ্তাহের মতো সোমবার (১২ ই সেপ্টেম্বর) সকালে তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুল মাঠে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অত্র প্রতিষ্ঠানের পরিচালক এটিএম খলিলুল্লাহ শাকিল। সাড়ে চার শতাধিক ছাত্র – ছাত্রী একসঙ্গে “আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব, মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন”। এই শপথ গ্রহন করেন।

এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রহিমা ,সহকারী শিক্ষক রেহানা পারভিন বন্যা, ফরিদা ইয়াসমিন সপ্না, মোঃ অহিদুজ্জামান ( অহিদ) ট্রেড ইন্সট্রাক্টর মোকারিম হোসেন সহ অনান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পাপ্র/সুআআ