
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানিয়া আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সাবরেজিষ্ট্রার মো. মহসিন উদ্দিন আহমেদ, আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল,পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি প্রমুখ। এছাড়াও উপজেলার অন্যান্য ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস এসে পুনরায় মিলিত হয় এবং ১৬ জন ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর করা হয়।
পাপ্র/সুআআ
