পৌর প্রতিনিধি : ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলামী যুব আন্দোলনের শাখা সভাপতি মাওলানা সাকিবুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিক হোসেনের পরিচালনায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া নামা বাজারস্থ উপজেলা কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ডা: মাওলানা ইলিয়াস আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি বরকত হুসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ মোত্তাকী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এমাদাদুক হক, সুখিয়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মো: আব্দুল আজিজ প্রমুখ।