আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস । জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয়।এ দিবসকে কেন্দ্র করে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা প্রকৌশলী অফিসার হাবিবুল্লাহ, মৎস্য অফিসার মোঃ কাউসার মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল হক, সমবায় অফিসার শাহানাজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন