Pakundia Pratidin
ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
আগস্ট ২৯, ২০২২ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম পরাগ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর – এ – আলম, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম হাদি , পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন , চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তাগণ আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, কিশোর গ্যাং, মাদক ও যানজট নিরসন, মোটর সাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য দেন।

পাপ্র/আইরিন লাবনী