স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর নির্বাচনী এলাকার তিনবার নির্বাচিত এমপি এ.কে.এম শামসুল হক গোলাপ মিয়া’র ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া ছাত্রলীগের আয়োজনে উপজেলার তারাকান্দি মরহুমের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃৃতিচারণ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান হিমেলের নেতৃত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার শামীম আহমেদ।
উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের মেহেদী হাসান রানা, রোপন শাহা,ইকার সারিফ সহ ছাত্র নেতৃবৃন্দ।
এ কে এম শামসুল হক গোলাপ কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৯৯ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পাপ্র/আইরিন লাবনী