কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সবচেয়ে বড় শহীদ মিনার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজ মাঠে নির্মিত হচ্ছে গত ১৫ আগস্ট শহীদ মিনারের নির্মাণ কাজ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন।
জাংগালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ খ ম আকরাম উদ্দিন বলেন স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন এর নিজ অর্থায়নে কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় শহীদ মিনারটি নির্মিত হচ্ছে জাংগালিয়া স্কুল এন্ড কলেজের মাঠে । শহীদ মিনারের উচ্চতা ২০ ফিট দৈর্ঘ্য ৫০ ফিট এবং প্রস্থ চল্লিশ ফিট। আধুনিক দৃষ্টিনন্দন শহীদ মিনারটিতে আগামী ১৬ ই ডিসেম্বরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে সম্মান জানিয়ে উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেন।