Pakundia Pratidin
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ার মোল্লাদীতে কালভার্ট পুন: নিমার্নের জন্য অনুলিপি দিয়েছে গ্রামবাসী

প্রতিবেদক
Nazmul
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

  • আশরাফুল ইসলাম মোরাদ,বুরুদিয়া প্রতিনিধি: পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদী গ্রামের উপর দিয়ে প্রবাহিত সিঙ্গুয়া নদীর উপর প্রায় ৫০ বৎসর পূর্বে নির্মিত কালভার্টটি চলাচলের অনুপযোগী। ২৬ ফুট দৈর্ঘ, ১০ ফুট প্রস্থ এ কালভার্টের একাপাশের ডানা ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে। খসে পড়ছে বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট-বালু।স্বল্প মালবাহী কোন গাড়ী চলাচলেও যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।

ঝুঁকিপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ এ কালভার্টটি অচারেই পুন:নির্মানের দাবী নদীর দুই পাড়ের মানুষদের। ইতিমধ্যে আগামী ২৭.০৯.২০২০ রবিবার কালভার্টি পুন:নির্মানের জন্য গ্রামবাসীর পক্ষে মু: ওয়াজেদ আলি সাক্ষরিত একটি অনুলিপি পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়।

উক্ত অনুলিপির কপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক কিশোরগঞ্জ, নির্বাহী প্রকৌশলী এলজিইডি কিশোরগঞ্জ,
পাকুন্দিয়া উপজেলা প্রৌকশলী এলজিইডি ও পাকুন্দিয়ারর বিভিন্ন সাংবাদিক সংগঠনের সম্পাদক/সেক্রেটারী বরাবর।

উক্ত কালভার্টি পুন:নির্মানের দাবী সিঙ্গুয়া নদীর দুপাশের আপামর জনসাধারনের। জনগুরুত্বপূর্ণ এ কালভার্ট অচিরেই পুন:নির্মান হবে এমনটিই স্বপ্ন দেখছেন স্থানীয় জনসাধারন।