Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ার মিজান ভুয়া কর্নেল পরিচয়ে গাজীপুরে আটক

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে জমি খারিজ করাতে গিয়ে র‌্যাবে কর্মরত ‘কর্নেল’ পদের কর্মকর্তা পরিচয় দেওয়া মিজান (২২) নামে এক যুবককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত মিজান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর ইউনিয়নের জামালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।সে ঢাকা মিরপুরের একটি মুদি দোকানের ব্যবসায়ী।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার।

জানা যায়, বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা ভূমি অফিসে বিভিন্ন নথির শুনানি করছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার। এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে র‍্যাবের সহকারী কর্নেল পরিচয় দিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে তার বাবার ক্রয়কৃত জমির নামজারি করতে চাপ দেয়।

এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে ভূমি অফিসের লোকজন তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করে। পরে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার বলেন, তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

পাপ্র/সুআআ