Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২০ মার্চ ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ার প্রবীণ শরীরচর্চা শিক্ষক ছফির উদ্দিন আর নেই

প্রতিবেদক
Nazmul
মার্চ ২০, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শরীরচর্চা শিক্ষক মোঃ ছফির উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে………রাজেউন।

গতকাল ১৯ মার্চ শুক্রবার বিকাল ৫.৩০ মিনিট কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বার্ধক্য জনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতিনাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ২০ মার্চ শনিবার সকাল ১০টায় কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাযা অনুষ্ঠিত হয় পরে বেলা ১১টায় নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাযা শেষে নান্দলা গ্রামে পারিবারিক কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ও সকল শিক্ষক শিক্ষার্থী, নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সকল শিক্ষক শিক্ষার্থী, নারান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল শিক্ষার্থী, পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এম.সাঈদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ ও সাবেক শিক্ষার্থীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, প্রবীণ এই শরীরচর্চা শিক্ষক প্রথমে নারান্দী উচ্চ বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন, পরে নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে অবসরে যান।