পাকুন্দিয়া উপজেলা হোসেন্দি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে পাঁচ বৎসরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার আনুমানিক বেলা ১২:৩০ ঘটিকার দিকে হোসেন্দী ইউনিয়নের কন্দর পদ গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়,পানিতে ডুবে নিহত শিশু লামিম (৫) কন্দরপদী গ্রামের মো. হাসিবুল হোসেন কাজলের ছেলে। আজ দুপুরে খেলাধুলা করার সময় সাকিব পানিতে পড়ে যায় বলে ধারণা করা হয়। কিছুক্ষণ পর স্থানীয়দের নজরে আসলে তাকে পুকুর থেকে তুলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার পূর্বেই মারা গেছে। পানিতে ডুবে অতিরিক্ত পানিতে পেটভরে যাওয়ায় তার মৃত্যু হয় ।