Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ূন কবির : “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল মাঠ প্রাঙ্গনে এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহে ৩৪ টি স্টলে প্রদর্শনী করা হয়েছে, বিভিন্ন ধরনের পশু পাখির খাদ্য, ঔষধ ও পশু পাখি দিয়ে। আর এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেন।

সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করে ৩৪টি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা একাডেমি সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-এ- আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট আব্দুল আওয়াল, প্যানেল মেয়র মোঃ তরিকুল ইসলাম আসাদ, পৌর কমিশনার নাছির উদ্দীন, সিদ্দিক হোসেন রিপন, সংরক্ষিত কাউন্সিলর নাসরিন আক্তার প্রিয়া প্রমুখ।

ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আসিফুজ্জামান খন্দকার, খামারিদের পক্ষে বক্তব্য রাখেন বুরহান উদ্দিন।

পাপ্র/সুআআ