অত্যন্ত আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র্যালী, আলাচনা ও কেক কাটার মধ্য দিয় পাকুন্দিয়ায় বাংলাদশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকালে উপজেলা ছাত্রলীগের ব্যানার এসব কর্মসূচি পালন করা হয়।
ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গন থক শুরু হয়। পরে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। র্যালী পরবর্তী আলাচনা সভায় বক্তব্য দেন, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না, মনির হোসেন, আশরাফুল ইসলাম রনি, শিপন মিয়া, জুটন, রিয়াদ হাসান প্রমুখ। পরে কেক কাটার মধ্য দিয় অনুষ্ঠানর সমাপ্তি ঘট।