পাপ্র ডেস্ক : পাকিস্থানের ইমরান খান নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারকে হটাতে গতকাল রবিবার করাচি শহরে বিক্ষোভ হয়েছে। এতে বিরোধী দলগুলোর নেতাকর্মী সমর্থকরা যোগ দেন বলে জানিয়েছে এনডিটিভি।
জানা যায় বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালের কারচুপির নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতায় বসেছেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান।
পাকিস্তানে নয়টি বড় বড় বিরোধী দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি যৌথ প্লাটফর্ম গঠন করেছে। সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করতে গত মাসে এ প্লাটফর্ম গঠন করা হয়।