Pakundia Pratidin
ঢাকাশুক্রবার , ২৬ ফেব্রুয়ারি ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

নয় দফা দাবি পূরণের লক্ষে গঠন করা হয় সালুয়াদী বাজার পরিচালনা কমিটি

প্রতিবেদক
Nazmul
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

পাকুন্দিয়া উপজেলাধীন বুরুদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সালুয়াদী গ্রাম । সালুয়াদী, বেলদী,বেজুরদিয়া কে কেন্দ্র করে সালুয়াদীতে গড়ে ওঠেছে সালুয়াদী বাজার যা চারপাশের মানুষের সকল প্রকার মনোহারী, হার্ডওয়ার, ওষুদ, কাচাঁমাল সহ সকল প্রকার তৈজস পত্র ক্রয়- বিক্রয়ের এক মিলন মেলা ঘটে এই বাজারে।

বাজার জন্মলগ্ন থেকে কোনো পরিচালনা কমিটি ছিলনা তবে বাজার প্রতিষ্ঠার জন্য ব্যাপক পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেন জনাব মোহাম্মদ আলী (দুলাল মাষ্টার) সাহেব । যার অধম্য শ্রমের বিনিময়ে আজ সালুয়াদী বাজার বৃহত্তম আকার ধারণ করেছে। গত ২৩ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সন্ধ্যায় বাজারের সকল ব্যাবসায়ীদের নয় দফা দাবি পূরণের প্রতিশ্রুতিতে গঠন করা হয় সালুয়াদী বাজার পরিচালনা কমিটি। নবগঠিত কমিটির সভাপতি হলেন বিশিষ্ট কনস্টাকশন ব্যাবসায়ী রতন মিয়া,সাধারণ সম্পাদক জনাব ইমাম হোসেন হাবিল সহ একুশ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

যে সকল দাবি পূরনের প্রতিশ্রুতির অঙ্গিকার বদ্ধ তা হলো :

১) বাজারের সিকিউরিটি নিশ্চিত করা।

২) বাজারে শান্তি-শৃঙ্খলা বাস্তবায়ন নিশ্চিত করা।

৩) বাজার মসজিদ পূর্ননির্মান করা।

৪) বাজারের উন্নয়নমূলক সকল প্রকার কাজ বাস্তবায়ন করা।

৫) বাজারে সৌরবিদ্যুৎ লাইটের বাস্তবায়ন করা

৬) সম্পূর্ণ বাজার কে সিসি টিভির আওতায় আনা।

৭) বাজারের ব্যাপকতা বৃদ্ধি ও প্রসার ঘটানো।

৮) সরকারী বিধি অনুযায়ী বাজার পরিচালনা করা।

৯)মেয়াদ উত্তীর্ণ ফুড প্রোডাক্ট পরিহারে জোরদার করা।

“পাকুন্দিয়া প্রতিদিন” কে জানান উপরোক্ত দাবি নিশ্চিত করার প্রতিশ্রুতিতে কাজ করে যাবে নবগঠিত এ পরিচালনা কমিটি এমনটা বলেন সভাপতি জনাব রতন মিয়া।