Pakundia Pratidin
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

নাজমুল আরিফ সানীর কবিতা

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ৩, ২০২০ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কে তুমি?
নাজমুল আরিফ সানী

কে তুমি কাজী নজরুল ইসলাম
যিনি বিদ্রোহীর নাম?
প্যারিচাঁদ মিত্র না কি রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনাম।

কে তুমি কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচা প্রমথ চৌধুরী বীরবল কেনাবেচা?
চিনতে করিনি তো কোন ভুল
বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল।

কে তুমি সমরেশ বসু কালকূট
না কি কবিত্বহীন অমুক জোট?
রবীন্দ্রনাথ কাজী নজরুল নৃভীতু
যিনি বিদ্রোহী ধূমকেতু।

কে তুমি কবি সুফিয়া কামাল বিষ্ণু দে আবু ইসহাক, জাফর ইকবাল
রোকেয়া সাখাওয়াত আনিসুজ্জামান জহির রায়হান, শামসুর রহমান ?

কে তুমি রঙ্গলাল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাশ নাকি সুকুমার রায় আহসান হাবীব হায়া ৎমামুদ
আবুল হোসেন জসিম উদ্দিন মাসউদ।

কে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
লালন শাহ সিকান্দার আবু জাফর কামাল চৌধুরী নির্মলেন্দু জাহানারা ইমাম নাকি কাজী নজরুল ইসলাম।

কে তুমি রণেশ দাশগুপ্ত
কপোতাক্ষ নদ মধুসূদন দত্ত
রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ খতিয়ান
না কি হাসান হাফিজুর রহমান।

কে তুমি সেলিনা হোসেন শামসুল হক সুকান্ত ভট্টাচার্য -আমার সখ
বাঙ্গলা শব্দ হুমায়ুন রফিক আজাদ
তুমি কি সেই নিরীহ বাঙালি সংস্কৃতি বাধ।

কে তুমি জ্ঞান দাস সুনীল গঙ্গোপাধ্যায় ভারত- শরৎ-সন্জ্ঞীব বঙ্কিম চট্টোপাধ্যায়। শহীদ কাদরী মহাদেব সাহা শান্তির গান পতঙ্গ পিঞ্জর শওকত ওসমান।