সে আছে নিরবে
__________________
সে আছে পাশে বসে নিরবে
সারা টি ক্ষণ আমার অনুভব,
সাদা ফুলগুলো ফুটেছে কোনো টবে
জানি না সে ফিরবে কবে।
বসন্তের কোকিল ডাকা সকালে
শিমুল ফুলে ভরা মাঠে এক পড়ন্ত বিকেলে,
আপনার সব কাজ ভুলে
থাকি চেয়ে তার আম গাছের নতুন মুকুলে।
আজও চেয়ারে বসে তার ঘ্রাণ পাই বাতাসে
সেই লেখা নাম নেই আজ আকাশে,
জোনাকিরা আমাকে দেখে হাসে
কিন্তু সে থাকে নিরবে আমার পাশে বসে।।