তাতে কি হয়েছে
নাইমুল ইসলাম পরাগ
——————————————-
তুমি তো পাশে নেই
তাতে কি?
তোমার হাতের লেখা তো আছে
আছে সবগুলো কবিতায় মিশে
আমার ডাইরির পাতা ভরে।।
আজও হাত দুটি তোমার জন্য কিছু লিখতে
চায় কেন জানি পারে না
তাতে কি হয়েছে
তোমার হাতের স্পর্শ তো রয়েছে।
একদিন আমি হয়ত বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে ভাবতে থাকব
তুমি তো থাকবে না পাশে
তবুও তোমার দেয়ে সেই দেবদাস তো মনে থাকবে।
জানি না সেদিন কি আমায় মনে রাখবে
আমি হয়ত বা থাকব না পৃথিবীর আশেপাশে
তাতে কি স্মৃতি গুলো তো থাকবে মাটির গায়ে মিশে
আমার ডাইরির প্রতিটি পাতায় মিশে।