নবীর আশিক
নুরুসসালাম গালিব
আমার নবী প্রিয় নবী
সর্বসেরা মানুষ,
কবে তোরা মানবি এটা
আসবে তোদের হুঁশ।
মন মানেনা দেখে তাদের
কর্মগুলো আজ,
রবের দেয়া গজব দেখেও
পায়না তারা লাজ।
কী ভেবেছিস হার মানাবি
নবীর আশিকদের?
পারবি নারে থাকতে জীবন
আশিক সেনাদের।
থাকতে সময় মাফ চেয়ে নে
মূর্খজ্ঞানীর দল,
তা না হলে ধীরে ধীরে
পাবি কর্ম ফল।
প্রতিঘাতের আওয়াজ তুলো
নবীর আশিক হলে,
পরাজিত করো তাদের
রবের দেয়া বলে।