ইচ্ছে-কথা
নকীবুল হক
ইচ্ছেগুলি বাঁধ মানে না
ছুটছে দিগ্বিদিক
কোথাও পেলে মনের বাঁধা
পাল্টে নিচ্ছে দিক।
ছুটছে কভু আকাশ-বাতাস
ছুটছে পাতালপুরে
এক নিমেষে মেঘের রাজ্য
আসছে আবার ঘুরে।
কখনো বা ছুটছে বনে
ছুটছে তেপান্তর
সবুজ বনে সবুজ পাতায়
বানাচ্ছে সে ঘর।
উঠছে সবুজ পাহাড়চূড়ায়
ছুঁইছে সবুজ গা
ভোরের শীতল নরম শিশির
জড়িয়ে যাচ্ছে পা।
দিচ্ছে পাড়ি অথই নদী
কাটছে জোরে সাঁতার
সাঁতরে আবার পাড় হয়ে সে
যাচ্ছে বিশাল পাথার।
আঁকড়ে আবার ধরছে যে সে
নদীর বিশাল ঢেউ
এমন আজিব ইচ্ছে-কথা
শুনছো তোমরা কেউ?
আরও কত রোমাঞ্চকর
ইচ্ছে আমার মনে
কেমন লাগতো আমায় তখন
সাজলে বিয়ের কনে!