Pakundia Pratidin
ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

দূর্ণীতির প্রতিরোধে জনতাকে এগিয়ে আসার আহবান – নূর মোহাম্মদ এমপি

প্রতিবেদক
Nazmul
আগস্ট ৫, ২০২০ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার :

জনতাই দেশের মৌলিক শক্তি।দেশের সামগ্রিক উন্নয়নে সর্বসাধারণের এগিয়ে আসতে হবে। জনতা ঐক্যবদ্ধভাবে দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাধ /প্রতিরোধ গড়ে তুললে দূর্ণীতিবাজরা পালাতে বাধ্য।তাই জনসাধারনকে দূর্ণীতি প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান কিশোরগঞ্জ- ২ কটিয়াদি পাকুন্দিয়া আসনের মাননীয় সাংসদ নূর মোহাম্মদ।

আজ বুধবার দুপুরে কলাদিয়া সিডস্টোর গো-হাট বাজার বণিক সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সাহাব উদ্দীনের সভাপতিত্বে ও জালাল উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মাষ্টার, কৃষকলীগ নেতা বাবুল মিয়া, যুবনেতা জাহাঙ্গীর আলম,বাজার বণিক সমিতির সভাপতি হামির উদ্দিন,সেক্রেটারী আবু হেনা মাছুম প্রমুখ।

এ সময় স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও, কলাদিয়া গো-হাট বাজার বণিক সমিতির বিভিন্ন দ্বায়িত্বশীল ও জনসাধারণ উপস্থিত ছিলেন।