Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনা রোধে সব চালকের ডোপ টেস্টের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২২, ২০২০ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক :
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তখন তিনি দুর্ঘটনা রোধে সরকারি ও বেসরকারি সেক্টরের সব চালকের ডোপ টেস্টের তাগিদ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে, তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা চালকের জন্য এ পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য।

তিনি আরও বলেন, আরও একটি প্রবণতা আছে আমাদের গাড়ির চালকদের, সেটা হলো ওভারটেক করা।একটা গাড়ি চলে গেছে, এটাকে ওভারটেক করতে হবে। তখন হুঁশ থাকে না, বেহুঁশ হয়ে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। এ প্রবণতাটাও বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, চালকদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া, লাইসেন্স দেওয়ার সময় ভালো পরীক্ষা নিরীক্ষা করা- যে সত্যিই গাড়ি ভালো চালাতে জানে কি না। টাকা দিয়ে যাতে কেউ ড্রাইভিং লাইসেন্স নিতে না পারে, সেটা দেখতে হবে। চালকদের পাশাপাশি যারা হেলপারের কাজ করে তাদেরও প্রশিক্ষণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শেখ হাসিনা।