স্বপন হোসেন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মাদক বিক্রয়তা সহোদর ভাইকে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান অাদালতের পাকুন্দিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমান আজাদ।
এলাকাবাসী সূত্রে জানাযায়, মাদক বিক্রেতারা অাশুতিয়া গ্রামের ছিদ্দিক হোসেনের পুত্র। মোবারক ও তার সহোদর ছোট ভাই রবিন এলাবাসীর চোখে ফাঁকি দিয়ে বেশ কিছুদিন ধরেই মাদক বিক্রয় করে অাসছিল। অাজ সোমবার (২৯ জুন) সকালে মাদক বিক্রয়ের সময় এলাবাসী তাদেরকে অাটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে পাকুন্দিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দুপুরে তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ অাদালত বসিয়ে দুই সহোদর ভাইকে তিন মাসের জেল জরিমানা করে।