পাপ্র ডেস্ক :
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিবারের সবার করোনামুক্তি মিললেও এবার এই মহামারীতে আক্রান্ত হয়েছে তার দুই সন্তান হুমায়রা মুর্তজা ও সাহেল মুর্তজা।
এ দুঃসংবাদ হজম না হতেই জানা গেল ইনজুরিতে পড়েছেন মাশরাফি। তার খুব ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বুধবার বিকালে দৌড়ানোর সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাশরাফির। তবে আঘাতের পরিমান জানা যায়নি।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ায় ও দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ফিটনেসে ঘাটতি দেখা দেয় মাশরাফির।