Pakundia Pratidin
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২০
 1. আন্তর্জাতিক
 2. ইতিহাস
 3. ইসলাম ও জীবন
 4. কৃতি সন্তান
 5. জাতীয়
 6. জেলার সংবাদ
 7. তাজা খবর
 8. পাকুন্দিয়ার সংবাদ
 9. ফিচার
 10. রাজনীতি
 11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

দামেস্কের গ্র্যান্ড মুফতি শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি গাড়ি বোমা হামলায় নিহত

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২৩, ২০২০ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক : সিরিয়ার দামেস্কের গ্র্যান্ড মুফতি শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে কুদসায়া শহরে তাকে বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণে প্রখ্যাত এই আলেম প্রথমে তিনি আহত হন। এরপর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি ইসলাম গবেষক হিসেবে সিরিয়ার বাইরেও পরিচিতি পেয়েছিলেন। তিনি সিরিয়ার জাতীয় ঐক্য ও সংহতির জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী গাড়িতে বোমা পেতে রাখার দায় স্বীকার করেনি।