পাকুন্দিয়া উপজেলার থানার ঘাট বাজারে গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে দোকানের চালের টিন কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে।
স্থানীয় ‘ ইদ্রিস ভ্যারাইটিজ স্টোর’ নামক দোকান ঘরের উপরের টিনের চালার টিন কেটে চোরেরা ক্যাশ থেকে নগদ ৩৫ হাজার টাকা সহ ২৬৮৫৬০ টাকার মালামাল নিয়ে যায়। ইদ্রিস ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ ইদ্রিস
অালী জানান, গত তিন আগে একবার চুরি হয়েছিল তখনও দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছিল। প্রতিদিনের মতো গতরাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ রেখে চলে যাই। শনিবার সকাল ৬ সময় দোকান খোলে দেখতে পায় টিনের চালা কাটা মালামাল এলোমেলো। তিনি দাবি করেন, চোরেরা আড়াই লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে গেছে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।