Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২ জানুয়ারি ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দি হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
Nazmul
জানুয়ারি ২, ২০২১ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

পৌষের কনকনে শীতে (একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন) হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০২ জানুয়ারি) সকালে উপজেলার তারাকান্দি বাজারে হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন অফিসের প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফুর রহমান।

এসময় তারাকান্দি জামিয়া হুসাইনীয়ার আসআদুল উলুম কবুমি ইউনিভার্সিটির মুহতামিম মাও: রশিদ আহমাদ জাহাঙ্গীর হুসানীর সভাপতিত্বে, হুসানীয়া সেচ্ছাসেবী তৌহিদী যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন (কেরামত), জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন, অত্র সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান ভূঁইয়া, হুসাইনীয়া সেচ্ছাসেবী তৌহিদী যুব সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান, পাকুন্দিয়া মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক মাও: তৌফিকুল ইসলাম প্রমুখ ।

উল্লেখ্য যে, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে।