স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২২ সালের আলিম পরিক্ষার্থীদের জন্য দু’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ অক্টোবর সকাল ১০ :০০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মাস্টার প্রমুখ।
তারাকান্দি ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ছাইদুর রহমানের উদ্বোধনে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাপ্র/সুআআ