Pakundia Pratidin
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

তানজিনা সরকার বন্যার কবিতা

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ১২, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কথোপকথন

কি দেখছো ওমন করে?
তোমার অপলক দৃষ্টি।
কি আছে তার মাঝে?
আমার এক আকাশ স্বপ্ন।

কোথায় তার বাসস্থান?
ঐ যে আমার হৃদয়ের নীড়ে।
এখন তাকে ভালোবাসো?
ভালোবাসি কি না জানি না
তবে হৃদয় পুড়ে।

চশমার কাঁচ এমন ঘোলাটে হয়ে আছে যে?
প্রকৃতি যেখানে অন্ধকারে ছেয়ে আছে।
সেখানে কৃত্তিমত্তায় প্রাণ দিয়ে লাভ কি!
চুলগুলো উসকোখুসকো কেন?
চিরুনির দাঁতগুলোতে জং পরেছে।
পরিপাটি হয়ে থাকতে পারো না?
অলংকার নেই যে।
তোমার অলংকার কোথায়?
জানিনা,হয়তো চুরি হয়ে গেছে।

ওমন উদাস কেন তুমি?
ভবের হাটে স্বপ্ন বিক্রি হয় যে,
ওমন করে কথা বলছো যে?
মনের মধ্যে পীড়া জমেছে।
আকাশ দেখো?
কি এমন আছে,সব ধূসর লাগে।
হাসছো কেন এমন করে?
হৃদয়পোড়ে গেছে,
হৃদয়পোড়া মানুষগুলো কাঁদতে জানে না যে!!

এখন চলি?
তোমার ইচ্ছে!