স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে ধামরাই উপজেলায় কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা শাহীনসহ দুই খুনি আটকের পর ধামরাই থানায় সোপর্দ করেছে।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি টেলিভিশনের ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন তিনি।
এ হত্যাকান্ডে সাংবাদিক জুলহাসের মৃত্যুতে ধামরাই সহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।