স্টাফরিপোর্টার
আজ মঙ্গলবার সকালে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী মাহবুবা আক্তার (৩৫) কে কুপিয়ে হত্যা করে তারই স্বামী আবু বকর। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,(হত্যাকারী) স্বামী আবু বকর প্রবাসী ছিলেন। স্ত্রী মাহবুবা আক্তার তার বাবার বাড়ি ময়মনসিংহের পাগলা থানায় থাকতো। স্বামী আবু বকর কয়েকদিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। তারপর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকতো। আজ সকালে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী। পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, হত্যাকারী স্বামী আবু বকরকে ধরতে অভিযান অব্যাহত আছে।