Pakundia Pratidin
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলুর মৃত্যু

প্রতিবেদক
Nazmul
নভেম্বর ৩, ২০২০ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু আর নেই। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণমাধ্যমকে চিত্রনায়ক ওমর সানী বলেন, দীর্ঘদিন ধরেই হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নাসিরউদ্দিন দিলু। গেল দুদিন আগে তার শরীর অনেক খারাপ হয়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

নাসির উদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। প্রথম প্রযোজিত ছবি ‘পাগলা রাজা’।নাসির উদ্দিন দিলু দুইবার প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক ছিলেন , দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।