Pakundia Pratidin
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

চরফরাদী ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফজলুল হক , সম্পাদক শীতল সাহা

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ৩১, ২০২০ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

ধূমপান ও মাদক মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার¬ চরফরাদী ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তরীকুল হাসান শাহীনে ,যুগ্ন আহ্বায়ক জনাব হুমায়ুন কবিরের যৌথ স্বাক্ষরে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।

এতে মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফজলুল হক কে সভাপতি,২৭ নং মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীতল কুমার সাহাকে সাধারণ সম্পাদক ও চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এ উপলক্ষে উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তরীকুল হাসান শাহীন,যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবীর, জাঙ্গালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি প্রভাষক নুরুজ্জামান, সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম, পৌর কমিটির সমন্বয়ক লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরীফ আহমেদ,

পৌর কমিটির সমন্বয়ক হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রদর্শক আতাউর রহমান সোহাগ, চন্ডিপাশা ইউনিয়ন কমিটির সভাপতি ও ইসমাঈল মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেকুল ইসলাম ঈদুল, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএস আল- মামুন, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ ফরহাদ, বাহাদিয়া নাজেমি দাখিল মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম রিপন, সহকারী শিক্ষক আনিসুজ্জামান খোকন,সমাজ সেবক মাওঃ ইউসুফ আলী রুমেল, চরফরাদী ইউঃছাত্রলীগ এর প্রচার সম্পাদক প্রিন্স হিমেল, পাকুন্দিয়া প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ নাজমুল হুদা, এগারসিন্দুর ইউনিয়ন কমিটির সভাপতি আল ইমরান, সম্পাদক মেহেদী হাসান আকাশ, বুরুদিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রাকিব আহমেদ প্রমুখ।