Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

চরফরাদীর হিজলীয়া সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
Nazmul
নভেম্বর ২৬, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ব্র‍্যাক আল্ট্রা -পুওর গ্রাজুয়েশন
প্রোগ্রামের আওতাধীন বাছাইকৃত দরিদ্র ব্যক্তিদের মাঝে চরফরাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হিজলীয়া গ্রামের “হিজলীয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে” শীতবস্ত্র বিতরণ করা হয়

আজ বৃহ:বার (২৬ নভেম্বর) এ প্রোগ্রামে অনবদ্য ভূমিকা পালনকারী কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য শাহ্ আলম এর সভাপতিত্বে ও ব্র‍্যাক’র এসটিও নুরুন্নবী’র সঞ্চালনায় সংক্ষিপ্ত সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন কমিটির সম্মানীত সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মজিবুর রহমান গোলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এম.এস আল-মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক নাদিম,সহ সভাপতি নাসিমা, কোষাধ্যক্ষ রুহুল আমিন ,সদস্য শামীম,জীবন, তাসলিমা এবং প্রোগ্রাম বাস্তবায়নে কার্যকরী ভূমিকায় থাকা বিএম দিলরুবা ইয়াসমিন।

ব্র‍্যাক আল্ট্রা -পুওর গ্রাজুয়েশনের এ আয়োজনে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।