Pakundia Pratidin
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

চন্ডিপাশা ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কর্মি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Nazmul
নভেম্বর ১৮, ২০২০ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়ার চন্ডিপাশা ইউনিয়নে ১৯ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কর্মি সম্মেলন আজ বুধবার (১৮ নভেম্বর ) বিকালে কোদালিয়া এস আই উচ্চ বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ এ কর্মি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি আশা, প্রত্যাশা ও সম্ভাবনার দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মিরাকেল। তিনি এখন বিশ্বের বুকে একটি মডেল। তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এ জন্য তৃণমূলের নেতা কর্মীকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, কিশোরগঞ্জ জেলা আওয়ামী শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল সিদ্দিকী মাসুদ , কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছদ্দিন, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহবুব রহমান রাসেল প্রমুখ।

চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিলনের সঞ্চালনায় এ কর্মি সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।