বছর
গোলাপ আমিন
একটি বছর যায় চলে
তোমায় আমায় না বলে
ফেলে অনেক স্মৃতি,
কী পেলাম কী পেলাম না
এই হিসাব তো নিলাম না
সেটা কেমন নীতি।
কোন পাল্লা হলো ভারী
লাভ নাকি লোকসান,
চারিদিকে এতো কথার
শুনছি যে গুনগান।
স্মৃতি ঘষে হিসাব কষে
নিকাশ নেবো অবশেষে
কয় আনা কয় রতি,
আমার হিসাব ষোল আনা
তার থেকে তো কম মানি না
হতাশ হলাম অতি ।