Pakundia Pratidin
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

গোলাপ আমিনের কবিতা, টের পাচ্ছি বৃষ্টির উপস্থিতি

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোলাপ আমিনের কবিতা

টের পাচ্ছি বৃষ্টির উপস্থিতি

টের পাচ্ছি বৃষ্টির উপস্থিতি, বৃষ্টি জানে না তো পাছে

কানে কানে বলি- বৃষ্টি, ভালোবাসি; আয় খুব কাছে।

ভাসমান মেঘের মতো প্রতীক্ষার প্রহর কেটে যায়

নির্ঘুম রাতটুকু বুকের ভেতর ভীষণ শুধু তড়পায়।

মিষ্টি বৃষ্টি আসে বুকে শান্তশীতল নরম স্পর্শ নিয়ে

সুখসম্ভার জেগে ওঠে দুই পরানে, দেই না ফিরিয়ে।

চোখ মেলে অনুভবে পাই মৃদু-মন্দ বাতাসের ঘ্রাণ

বিগলিত হতে থাকে মৃত্তিকা মথিত এ হৃদয় পাষাণ।

হয়ে যায় সেলফিবাজ দূরবর্তী মেঘমল্লার আকাশ

ক্ষণে ক্ষণে আলোর ঝলকানি জ্বলছে ফসফরাস।

বৃষ্টি হচ্ছে মেয়েমানুষ, ওপরে যে থাকে মেঘের বুকে

থাকুক প্রত্যাশিত মাখামাখি এমন সুখে বা অসুখে।

 

প্রতিষ্ঠাতা সভাপতি: সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালা (রেজি. নম্বর: কিশোর-২১),

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

thegolapamin@gmail.com