Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
 1. আন্তর্জাতিক
 2. ইতিহাস
 3. ইসলাম ও জীবন
 4. কৃতি সন্তান
 5. জাতীয়
 6. জেলার সংবাদ
 7. তাজা খবর
 8. পাকুন্দিয়ার সংবাদ
 9. ফিচার
 10. রাজনীতি
 11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কোদালিয়া সহরউল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী হাওয়া

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
আগস্ট ১১, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান মুক্তার: পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরউল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের সাজ রব শুরু হয়েছে। ইত:মধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

(৬ আগস্ট) শনিবার ৩ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রিসাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।

এ নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন মোট ৭ জন প্রার্থী । তারা হলেন কোদালিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ মোমেন (ছাতা প্রতীক)। চন্ডিপাশা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান (দোয়াত-কলম প্রতীক )। চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আঃ কাহার (তালা প্রতীক)। চন্ডিপাশা গ্রামের মরহুম ইসলাম মেম্বারের ছেলে মাজহারুল হক এংরাজ (মাছ প্রতীক ), চন্ডিপাশা গ্রামের ডাঃ মোঃ সোহরাব উদ্দিনের ছেলে ডাঃ হাবিবুর রহমান (আনারস প্রতীক)। কোদালিয়া চৌরাস্তা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) এবং পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি এম.এ.হান্নান ( চেয়ার প্রতীক)।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দাতা সদস্য হিসেবে মোঃ আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে মনিরা আক্তার। সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মাসুদ আহমেদ ও মোঃ হাবিবুর রহমান। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নাহিদা আক্তার।

প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করেন কোদালিয়া সহরউল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক খন্দকার শাহ্ মোহাম্মদ আলমগীর।

আগামী ১৭ আগস্ট কোদালিয়া সহরউল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

উল্লেখ্য, যে গত ২রা আগস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৫ আগস্ট যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ৬ আগস্ট প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মোট ভোটার সংখ্যা ৮৭৩ জন।

পাপ্র/আইরিন লাবনী

error: Content is protected !!