কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় সিএনজি ও অটোরিক্সার মাঝে চাপা পড়ে হাবিবুল্লাহ (৩৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তিনি নান্দলা এলাকার হেলাল মিয়ার ছেলে। জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক আব্দুস সোবহান ও অন্যান্য সূত্রে জানা গেছে, নিহত হাবিবুল্লাহ যাতায়াত পরিবহন বাসের হেলপার কর্মরত ছিলেন।
নিহত হাবিবুল্লাহ তার ডিউটি শেষে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরিত দিক থেকে দুটি সিএনজি অটোরিক্সার মাঝে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দু’টি সিএনজি ও অটোরিক্সা আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।